ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন দেশ গড়ার পালা: তারেক রহমান

প্রকাশিত: ২১:২৯, ২৮ নভেম্বর ২০২৪

দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, এখন দেশ গড়ার পালা: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ এখন স্বৈরাচারমুক্ত হয়েছে, তবে আমাদের সামনে এখন গড়ার কাজ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নতুন প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে দক্ষ করে তুলতে হবে, যাতে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত সদর উপজেলার শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমাদের সকলের একসাথে কাজ করা জরুরি। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি উন্নত, সমৃদ্ধ এবং সুশাসিত দেশ গড়ে তুলব। বাংলাদেশে প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষ বাস করছে, যাদের মধ্যে অনেক মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পেশার দক্ষ মানুষ রয়েছে। তবে, আমি বিশ্বাস করি, শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার দিয়ে দেশ চলবে না।

তিনি আরো বলেন, আমাদের আগামী দিনে প্রফেশনাল খেলোয়াড় এবং সাংস্কৃতিক কর্মী তৈরি করতে হবে। যাতে তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে গর্বিত করতে পারে এবং নিজেদের ভবিষ্যত গঠন করতে পারে। এই পেশায় যুক্ত হয়ে পরিবারকে সমর্থনও দেয়া সম্ভব।

এসময় তিনি প্রয়াত প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শিশুদের জন্য 'নতুনকুঁড়ি' টিভি অনুষ্ঠান চালুর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, "শিশুদের জন্য আমরা নতুনকুঁড়ি অনুষ্ঠান শুরু করেছিলাম এবং ভবিষ্যতে এমন একটি পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করব, যাতে আমাদের সাংস্কৃতিক এবং খেলাধুলা খাতে উন্নতি হয়।"

অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী সহ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সভাপতিত্ব করেন এবং রংপুর বিভাগের ৮ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

নুসরাত

×