ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

চিন্ময়ের জন্য হাসিনা কুমিরের কান্না কাঁদছেন: রাবিতে রিজভী

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৯:২৩, ২৮ নভেম্বর ২০২৪

চিন্ময়ের জন্য হাসিনা কুমিরের কান্না কাঁদছেন: রাবিতে রিজভী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন চিন্ময় কৃষ্ণ দাশের গ্রেফতারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিরের কান্না কাঁদছেন। তিনি বলেন ‘আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন, যে আবু সাঈদকে হত্যা করতে পারেন, আজকে চিন্ময় গ্রেফতার হয়েছে বলে সেই আপনি এখন কুমিরের কান্না কাঁদছেন।

বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাবির শহীদ বৃদ্ধিজীবী স্মৃতি স্তম্ভের বেদিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী আরো বলেন, ‘হঠাৎ করে ইসকনের নানা তৎপরতা দেখা গেল। দেশকে অস্থিতিশীল করতে যত রকমের করা দরকার, সেটা করা হচ্ছিল। চিন্ময় গ্রেফতার হয়েছে দেশের প্রচলিত আইনে। আজকে তিনি স্টেটমেন্ট দিয়েছেন। আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন, যে আবু সাঈদকে হত্যা করতে পারেন, আজকে চিন্ময় গ্রেফতার হয়েছে বলে সেই আপনি কুমিরের কান্না কাঁদছেন।

রিজভী বলেন, ‘চিন্ময় গ্রেফতার হয়েছে বলে আজকে ভারতের পররাষ্ট্র দফতর বার বার বিবৃতি দিচ্ছে। যেদিন ছাত্রলীগ বিশ্বজিৎকে হত্যা করলো সেদিন ভারতের পররাষ্ট্র দফতর তো কোন বিবৃতি দেয়নি। যেদিন ভারতের বাধ খুলে বাংলাদেশকে ভাসিয়ে দেয়া হয়েছিলো সেদিন ভারতের পররাষ্ট্র দফতর তো কোন বিবৃতি দেয়নি। সেদিন তো শুধু মুসলমান নয়, হিন্দুর বাড়িও ভেসে গেছে। সেদিন তো ভারতের পররাষ্ট্র দফতর কোন দয়া-মায়া দেখায়নি।’

রিজভী বলেন, ‘১৮ কোটি মানুষের দেশে অস্থিতিশীল কিছু তৈরি করে, আপনারা কিছু করতে পারবেন না। কীভাবে নিজের জীবনকে উৎসর্গ করতে হয় দেশকে বাঁচাতে সেটা বাংলাদেশের মানুষ জানে। শেখ হাসিনা তার বোনকে নিয়ে চলে গেছে। শেখ পরিবারের কেউ নেই। অর্থাৎ তারা আগেই জানত। তারা নিজ দলের নেতাকর্মীদের দিকে না তাকিয়ে পালিয়ে গেলেন। এই হচ্ছে তার বৈশিষ্ট্য। তিনি রাজনীতি করেন নিজের জন্য।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এম রফিকুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত আলী। সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।
 

এসআর

×