তারেক রহমান। ফাইল ফটো
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত তিন মাস ধরে বলেছি, স্বৈরাচার পালিয়ে গিয়েছে,মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গেছে, এ লেজগুলো বদমাশি শুরু করছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। মানুষকে সতর্ক রাখতে হবে। আমরা হচ্ছি-গণতন্ত্রের পক্ষের শক্তি।
এক ইনস্টাগ্রাম পোস্টে এসব কথা বলেন তারেক রহমান। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেছেন নাজিম উদ্দিন পাটোয়ারি নামে এক ব্যক্তি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে যদি গণতন্ত্র থাকে, যে কোন মূল্যে গণতন্ত্র রাখতে পারি, তাহলে জবাবদিহিতা তৈরি হবে। সেই জবাবদিহিতা থাকবে, নির্বাচিত সরকারকে- এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যেন জনগণকে ভয় পায়। জনগণকে জবাব দিতে হবে। তখনই সঠিক পথে চলতে শুরু করবে।
ওই পোস্টে আরও বলেন, আপনাদের কাছ থেকে ৩১ দফার যে প্রস্তাবনা এসেছে, সবগুলোই কিন্তু মানুষকে ঘিরে। কাজেই আমরা যদি জবাবদিহিতা নিশ্চিত করতে পারি। তাহলেই এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।
তারেক রহমান জানিয়েছেন, আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে যে কথাগুলো বলেছি, আমরা চা শ্রমিকদের ক্ষেত্রে যা বলেছি, চামড়া শিল্পের ক্ষেত্রে যা বলেছি,ডিফেন্সের ক্ষেত্রে যেটা বলেছি, সবকিছুই পর্যায়ক্রমে করতে হবে। গণতন্ত্র আমাদের প্রতিষ্ঠিত করতেই হবে। ষড়যন্ত্র চলছেই। কারণ যারা দেশ থেকে হাজার কোটি লাখ টাকা পাচার করে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ ব্যবহার করছে। তারা তাদের ষড়যন্ত্র করেই যাবে।
আমাদের নেতাকর্মীদের বলব যে, আপনাদের সজাগ থাকতে হবে। সতর্ক থাকতে হবে। আমাদের সঙ্গে এ দেশের লক্ষ কোটি মানুষ আছে।
লিংক:
" />
এসআর