ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

আ.লীগ নেতা বাহারুল মালয়েশিয়া পালাতে গিয়ে গ্রেপ্তার

প্রকাশিত: ১৭:৫৯, ২৮ নভেম্বর ২০২৪

আ.লীগ নেতা বাহারুল মালয়েশিয়া পালাতে গিয়ে গ্রেপ্তার

খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) মালয়েশিয়া যাওয়ার পথে রাজধানী হজরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে তাকে পাইকগাছা থানায় নেওয়া হয়।

জানা যায়, গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভুত্থানে সরকার পতনের পর বাহারুল ইসলাম পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে যান। ওই দিন তার বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এলাকায় তার বিরুদ্ধে জমি ও ঘের দখল ছাড়াও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ রয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, বাহারুল ইসলামকে গ্রেপ্তারের খবর পেয়ে পাইকগাছা থানার একটি দল গতকাল বুধবার রাতেই ঢাকায় রওনা হয়। আজ সকালে তাকে থানায় আনা হয়েছে। গত ২৬ আগষ্ট উপজেলার আগড়ঘাটা এলাকায় ট্রলারে হামলার অভিযোগে ফসিয়ার রহমান নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
 

রাজু

×