ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

দেশের মানুষ স্বৈরাচারকে বিতারিত করেছে: তারেক রহমান 

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

প্রকাশিত: ১৭:৫২, ২৮ নভেম্বর ২০২৪

দেশের মানুষ স্বৈরাচারকে বিতারিত করেছে: তারেক রহমান 

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের মানুষ স্বৈরাচারকে বিতারিত করেছে।আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। এখন সামনের দিনে দেশ গড়ার পালা।'


বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  বিকালে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত শহীদ আবুল কাশেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী দিনে দেশ গড়তে দেশের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। আমরা দেশের মানুষকে সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমাদের অনেক মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার ও অন্যান্য পেশার মেধাবী মানুষজন আছেন। আমি বাংলাদেশের একজন সন্তান হিসেবে মনে করি, আমাদের শুধু মেধাবী  ডাক্তার ও  ইঞ্জিনিয়ার হলে চলবে না। আগামী দিনে অবশ্যই প্রফেশনাল খেলোয়াড় ও সাংস্কৃতিক কর্মী তৈরী করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। যাতে আমরা বিদেশের মাটিতে খেলায় অংশ নিয়ে দেশের সম্মান বয়ে আনতে পারি।’ 

 

বিএনপির রংপুর নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, বিএপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন এ্যানি,বাফুফে সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী বক্তব্য দেন। এ সময় বলে বিএনপি রংপুর বিভাগের ৮ জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

তাবিব

×