ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রাহায়ণ ১৪৩১

বিএনপির দুগ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ, কুড়িগ্রামে ১৪৪ ধারা

নিজস্ব সংবাদদাতা, কুড়িগ্রাম

প্রকাশিত: ১১:০১, ২৮ নভেম্বর ২০২৪

বিএনপির দুগ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ, কুড়িগ্রামে ১৪৪ ধারা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দুই গ্রুপ পাল্টাপাল্টি সভা-সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ আদেশ জারি করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফেরদৌস।

 

আমদানি-রফতানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে সমাবেশ ডাকে বিএনপির দুই গ্রুপ। বিষয়টি নজরে আসায় সেখানে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকায় বিএনপির দুই গ্রুপ সভা-সমাবেশ আহ্বান করায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ সময় সমগ্র ভূরুঙ্গামারী এলাকায় সব প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও  লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন বা প্রদর্শন করা যাবে না। এ ছাড়া যে কোনো ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএম

×