ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

ইসকনের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ছাত্রশিবিরের হুঁশিয়ারি

প্রকাশিত: ২১:৫৮, ২৭ নভেম্বর ২০২৪

ইসকনের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ছাত্রশিবিরের হুঁশিয়ারি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বাংলাদেশে ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। চট্টগ্রাম আদালত চত্বরে সন্ত্রাসীর হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে ছাত্রশিবিরের বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলীফের হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানিয়েছে।

আজ, ২৭ নভেম্বর বুধবার বাইতুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

এসময় গণহত্যায় জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

সমাবেশে উগ্র হিন্দুত্ববাদের থেকে বাংলাদেশকে মুক্ত করতে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রিয়াদ

×