ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

ছাত্রশিবির সারা দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রস্তুতি নিচ্ছে

প্রকাশিত: ১৭:৩৮, ২৭ নভেম্বর ২০২৪

ছাত্রশিবির সারা দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রস্তুতি নিচ্ছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো।

জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সারাদেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করবে।

আজ (২৭ নভেম্বর) বুধবার দুপুর ২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাইতুল মুকাররম থেকে মতিঝিল পর্যন্ত মিছিল ও সমাবেশ করবে সংগঠনটি।

গেল মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচি সফল করার জন্য ইসলামী ছাত্রশিবিরের সব স্তরের জনশক্তিসহ ছাত্রসমাজকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।

এর আগে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

২৫ নভেম্বর রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে ১৯টি ছাত্র সংগঠনের নেতারা ওই বৈঠকে আলোচনায় অংশ নেন।

রিয়াদ

×