ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

নাহিদ ইসলামের সেই শ্লোগান: সেদিন কেঁপেছিল শহীদ মিনার

প্রকাশিত: ১৪:৪৮, ২৭ নভেম্বর ২০২৪

নাহিদ ইসলামের সেই শ্লোগান: সেদিন কেঁপেছিল শহীদ মিনার

সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনার। শেখ হাসিনার বিচার চেয়ে প্রতিবাদের তীব্র গর্জন আর হুংকার দিয়ে যাচ্ছেন ছাত্র-জনতার একটি বিশাল সম্মিলিত দল। সেখানে মিছিল মাস্টার হিসেবে মূল দায়িত্ব পালন করছেন বৈষম্যিবরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং পরবর্তীতে উপদেষ্টা হওয়া নাহিদ ইসলাম।

স্লোগানগুলো ছিল এমন, "জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দিয়েছিতো রক্ত, আরও দেবো রক্ত। রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়। জেগেছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, ছাত্র-নাগরিক জেগেছে। লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দালালী না রাজপথ, রাজপথ রাজপথ। ক্ষমতা না জনতা, জনতা জনতা। স্বৈরতন্ত্রের কালো হাত ভেঙে দাও ঘুড়িয়ে দাও, ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও ঘুড়িয়ে দাও। খুনি হাসিনার কালো হাত ভেঙে দাও ঘুড়িয়ে দাও। ছিঃ ছিঃ হাসিনা, লজ্জায় বাঁচি  না। দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। খুনি হাসিনার পতনে, ভয় করি না মরনে। আবু সাঈদ স্মরনে,ভয় করিনা মরনে। শহিদের স্মরণে ভয় করিনা মরনে। শহিদের রক্ত, বৃথা যেতে দিবো না। আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবোনা। আমার ভাই মরলো কেন, খুনি হাসিনা জবাব চাই। বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই।"

সেদিন নাহিদ ইসলামের এই স্লোগানগুলো সৈরাচারী হাসিনার পতনে  সবাইকে বেশ উজ্জীবিত করেছিলো। হাসিনার পতনের সাথে সাথে এই মুহূর্তগুলোও তাৎপর্যপূর্ন হিসেবে লিখা থাকবে ইতিহাসের পাতায়।

শিহাব

×