ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রাহায়ণ ১৪৩১

চলমান সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার: ফখরুল

প্রকাশিত: ১৯:১৭, ২৬ নভেম্বর ২০২৪; আপডেট: ১৯:১৮, ২৬ নভেম্বর ২০২৪

চলমান সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার: ফখরুল

সংগৃহীত ছবি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান সমস্যাগুলোর সমাধান নিশ্চিত করার জন্য একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। তিনি দাবি করেন, নির্বাচিত সরকারই দেশের প্রকৃত সমস্যাগুলোর সমাধান করতে সক্ষম, কারণ তাদের পেছনে জনগণের সমর্থন থাকে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকার গুলশানে এক হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন মির্জা ফখরুল।

এ সময় তিনি জাতীয় নির্বাচন সম্পর্কেও কথা বলেন। মির্জা ফখরুল জানান, বর্তমান সরকারকে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে। একমাত্র নির্বাচিত সরকারই জনগণের সমস্যাগুলোর প্রকৃত সমাধান দিতে পারবে।

গণমাধ্যমের ওপর হামলার বিষয়েও বক্তব্য দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, সংবাদপত্র এবং গণমাধ্যমের ওপর একাধিক আক্রমণ চালানো হচ্ছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। কিছু অতি উৎসাহী এবং উসকানিদাতা ব্যক্তি গণমাধ্যমের ওপর আক্রমণ করে পরিস্থিতি আরও জটিল করে তুলছে, যা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর।

এসময় তিনি সরকারের কার্যকলাপের সমালোচনা করে আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, এবং তা না হলে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ আরও অবনতি ঘটতে পারে।

নুসরাত

×