সংগৃহীত ছবি।
২৬ নভেম্বর, মঙ্গলবার বেলা ৩টায় তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মি. রামিস সেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন দলের আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে।
সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে ভবিষ্যতে তুরস্কের সাথে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।
জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আবদুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন।
এ সাক্ষাৎটি এক নতুন অধ্যায় রচনার ইঙ্গিত বহন করে, যেখানে তুরস্ক এবং বাংলাদেশ একে অপরের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য একযোগে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।
নুসরাত