বের হতে পারেনি প্রিজন ভ্যান
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগের দায়ের করা কোতোয়ালী থানার মামলায় জামিন না মঞ্জুর করার পর আদালত প্রাঙ্গন এলাকায় বিক্ষোভ শুরু করেছেন হাজারও নারী-পুরুষ।
মঙ্গলবার বেলা ১২ টার আগে চট্টগ্রাম মেট্রোপলিটন ৬ষ্ঠ এর বিচারক কাজী শরীফুল ইসলামের আদালত জামিন না মঞ্জুর করেন। এরপর ১২ টা ২০ মিনিটের দিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় ব্রহ্মচারীকে বিপুল আইনশৃঙ্খলা বাহিনী প্রহরায় প্রিজনভ্যানে উঠানো হয়। কিন্তু সনাতনী সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষের বিক্ষোভের কারণে পুলিশের প্রিজনভ্যানটি আদালত প্রাঙ্গন থেকে বের হতে পারেনি।
প্রিজন ভ্যান থেকে বিক্ষোভকারীদের উদ্দ্যেশ্যে চিন্ময় ব্রহ্মচারী শান্ত হয়ে ধৈর্যধারণ করতে বলেন।
এদিকে বেলা ১ টা ২৫ মিনিটে দিকেও বিক্ষোভকারীরা আদালত এলাকায় স্লোগান দিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে।
জাফরান