ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রাহায়ণ ১৪৩১

অবাধ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন দেওয়াই এ সরকারের প্রথম কাজ: মুজাহিদুল ইসলাম সেলিম

প্রকাশিত: ০২:৫৬, ২৬ নভেম্বর ২০২৪; আপডেট: ০২:৫৭, ২৬ নভেম্বর ২০২৪

অবাধ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন দেওয়াই এ সরকারের প্রথম কাজ: মুজাহিদুল ইসলাম সেলিম

মুজাহিদুল ইসলাম সেলিম। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময় বলেছিলেন, চিরকাল দরকার শেখ হাসিনার সরকার। এখন শুনছি, কিছু লোক চাচ্ছেন চিরকাল দরকার সংস্কারপন্থি সরকার।" তিনি এসব মন্তব্য করেন সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের আলীপুর মোড়ে অনুষ্ঠিত বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে।

মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, "এই সরকারের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মূল উদ্দেশ্য হলো একটি সফল গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা এবং অবাধ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নিতে হবে। নির্বাচন সম্পন্ন করার জন্য সরকারের কাছে নির্দিষ্ট সময়সীমা রাখা প্রয়োজন।"

তিনি উল্লেখ করেন, "জুলাই-আগস্ট মাসে দেশে এক বিপ্লবী রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যা মাত্র সাড়ে তিন মাসের মধ্যে পালটে গেছে।" তিনি আরও বলেন, "শুধু ছাত্র আন্দোলন কিংবা কয়েক দিনের আন্দোলনেই সরকার পতিত হয়নি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জনগণ অত্যাচার সহ্য করে এক ধরনের সামাজিক উত্তাপ তৈরি করেছিল, যা ছিল এক বিস্ফোরক পরিস্থিতি। কোটাবিরোধী আন্দোলন সেই উত্তাপে আগুন ধরিয়ে দেয়। এটি কেবল ছাত্রদের আন্দোলন নয়, এ আন্দোলন ছিল দেশের কুলি, শ্রমিক, মজুরসহ সারা দেশের মেহনতি মানুষের একটি শক্তিশালী আওয়াজ।"

মুজাহিদুল ইসলাম সেলিম আরও জানান, "যে রক্তে আমরা এই বিজয় পেয়েছি, তা একচুলও হারিয়ে যেতে দেব না। ফ্যাসিবাদী শাসক এই মাটিতে আর ফিরে আসতে পারবে না। তবে এর মানে এই নয় যে, নতুন কোনো ফ্যাসিস্ট শাসক আবার আসবে না। এজন্য আমাদের এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে এই দেশে আর ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠিত না হয়।"

এসময়, সিপিবি নেতারা ইউনূস সরকারের ইতিবাচক পদক্ষেপগুলো সমর্থন করার ঘোষণা দেন। মুজাহিদুল ইসলাম সেলিম মন্তব্য করেন, "এ সরকার একটি বিপ্লবী সরকার নয়, বরং একটি অন্তবর্তীকালীন সরকার। এর প্রথম কাজ হবে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন পরিবেশ সৃষ্টি করে দ্রুত নির্বাচন আয়োজন করা।"

জনসমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি আজাদ আবুল কালাম। এছাড়া বক্তব্য দেন ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় নেতা কাজী রুহুল আমীন এবং সিপিবির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান।

সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়, যা ফরিদপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে মুজাহিদুল ইসলাম সেলিমসহ সিপিবির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

নুসরাত

×