জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, জাকের পার্টি মানুষের কল্যাণে কাজ করে। জাকের পার্টি সব সময়ই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। বৈষম্যবিরোধী সমাজ ও রাষ্ট্র গঠনে জাকের পার্টি কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পার্টির তৎপরতা বৃদ্ধিসহ সবাইক এক হয়ে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলো প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে যে ষড়যন্ত্র চলছে তা রুখে দিতে হলে এবং নতুন সংস্কার করতে হলে ঐক্যবদ্ধর বিকল্প নেই। রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই।
তিনি রবিবার যশোর জিলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। দলের জেলা সভাপতি হাজী মহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর প্রমুখ।
তিনি আরও বলেন, জাকের পার্টি চাই এবারের নির্বাচন জনগণের চাওয়া পাওয়ার নির্বাচন হোক। জনগণের পছন্দের নির্বাচন হোক। জনগণের সত্যিকারের আস্থার নির্বাচন হোক। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক উৎসবমুখর পরিবেশ নির্বাচন অনুষ্ঠানে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এবারের জাতীয় নির্বাচনের গুণগত পরিবর্তন করতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও প্রতিটি দলের গুণগত পরিবর্তন আনতে হবে।
জাফরান