ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

কেয়ারফুল! এখন থেকেই সাবধান হতে হবে: তারেক রহমান

প্রকাশিত: ১১:০৪, ২৪ নভেম্বর ২০২৪; আপডেট: ১১:২১, ২৪ নভেম্বর ২০২৪

কেয়ারফুল! এখন থেকেই সাবধান হতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, দেশবাসী বিএনপিকে দায়িত্ব দিতে চায়। দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্ব নেওয়ার মতো নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, জনগণের কাছে যান, জনগণের আস্থা অর্জন করুন। অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ আমাদের করতে হবে। জনগণ যা চায়, তার বাইরে গেলে আপনারা টিকতে পারবেন না।’
 কাজেই কেয়ারফুল, এখন থেকেই সাবধান হতে হবে। 
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিতাড়িত করা  হয়েছে। যার বিরুদ্ধে দেশের লক্ষ-কোটি মানুষ এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। স্বৈরাচারেরা তাদের দেশি-বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে যাচ্ছে।
আপনার কাছে আপনার এলাকার মানুষের প্রত্যাশা কী এবং তা অনুধাবন করে কাজ করতে হবে।

জাফরান

×