ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

ফ্যাসিবাদীদের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে: সারজিস

প্রকাশিত: ১৯:১৩, ২৩ নভেম্বর ২০২৪; আপডেট: ১৯:১৩, ২৩ নভেম্বর ২০২৪

ফ্যাসিবাদীদের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে: সারজিস

সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার‌জিস আলম বলেন, ‘ফ্যাসিবাদীদের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে।’

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নেন তিনি। এসময় তিনি এমন মন্তব্য করেন।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক বাবার নবজাতক সন্তানকে কোলে নেন তিনি। এসময় তিনি বলেন, ‘যেই মানুষটি বাবা বলে তাকে কোলে নেয়ার কথা ছিলো সেই মানুষটি আর বেচে নেই। সেই মানুষটিকে খুনি হাসিনার নির্দেশে খুন করা হয়েছে। খুনি হাসিনার ফেসিস্ট রেজিমের পক্ষে-বিপক্ষে যারা কথা বলছেন, তাদের একটা উত্তর দিতে হবে। এই শিশু রোজা সে কেন তার বাবাকে বাবা বলে ডাকতে পারবে না? কেন সে পৃথিবীতে এসে তার যে নিরাপদ আশ্রয়স্থল, বাবার কোলে উঠতে পারবে না।’

তিনি আরও বলেন, আমরা আমাদের জায়গা থেকে সব ভুলে যাই, ওই ১৬ বছর ভুলে গেছি, আমরা ওই ৩৬ দিন ভুলে গেছি, এখন আমরা নতুন কিছু নিয়ে আছি। কিন্তু এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদের জবাব দিতে হবে। আর এ বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত একটি যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে, আমরা মনে করি খুনি হাসিনার মতো তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী। এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে তাদের একটা কথা হওয়া উচিত- তাদের পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারও সাফাই গাওয়ার প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও করতে দেবো না।

 

শিহাব

×