ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

আমাদের সন্তানদের হাতে মাদক নয় কোরআন থাকবে: ড. মু. শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৮:১১, ২৩ নভেম্বর ২০২৪

আমাদের সন্তানদের হাতে মাদক নয় কোরআন থাকবে: ড. মু. শফিকুল ইসলাম মাসুদ

বক্তব্য রাখছেন ড. শফিকুল ইসলাম মাসুদ।

পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী ও দায়িত্বশীল নেতাদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মু. রফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ।এছাড়া বক্তব্য  রাখেন, জেলা জামায়াতের সেক্রটারি  অধ্যাপক মো. শহিদুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও. ওয়াজিবুউল্লাহ, বাউফল উন্নয়ন ফোরামের আহবায়ক মো. আসাদুজ্জামান সোহাগ প্রমূখ।

শিক্ষা শিবির অনুষ্ঠানে  প্রধান অতিথি  ড. মু. শফিকুল ইসলাম মাসুদ বলেন,আল্লাহর ঘোষনা, আল্লাহর আইন ছাড়া এই সমাজ রাষ্ট্র পরিবর্তন হতে পারে না। এক সেকেন্ড আগেও মৃত্যুর উপায় নাই এটা কার বিধান? এই বিধান যদি কারো জানা থাকে তাহলে অবৈধভাবে রাষ্ট্রে অধিকার চর্চা কেউ সাহস করতে পারে? আর এটা করতে করতে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে কে তাকে ঠেকাবে? 

এ সময় তিনি নিজ এলাকা বাউফলের তরুন ও যুবক সমাজের প্রতি হাত তুলে অঙ্গিকারের ইঙ্গিত করে বলেন, ‘আমরা বাউফলকে নিরাপদ ঘোষনা দিতে চাই। আমরা অঙ্গিকার করতে চাই। আমরা অন্যায় ভাবে কাউকে একটা থাপ্পরও দেব না। আমরা পরস্পর পরস্পরের প্রতি নিরাপত্তার গ্যারান্টি দিতে চাই। আল্লাহ আমাদের এই হাতগুলোকে কবুল করুন। নিরাপত্তার চাঁদর দিয়ে আমাদেরকে আচ্ছাদিত করে দেন।আমাদের কলিজার টুকরা এক একটা সন্তানের একটা পশমকেও কেউ যেন স্পর্শ না করে।’
 
তিনি আরো বলেন, ‘নামাজ পড়, কার নির্দেশে? আল্লাহর নির্দেশ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করাও আল্লাহর নির্দেশ। মসজিদ আল্লাহর হুকুমে চলে। এই জমিন আল্লাহর। এই জমিনও আল্লাহর হুকুমে চলবে। মসজিদ আল্লাহর হুকুমে চলে বলে মসজিদটা নিরাপদ থাকে। এই জমিনটাও আল্লাহর হকুমে চললে জমিনটাও নিরাপদ হয়ে যাবে। আমাদের কতিপয় নেতা নেত্রীরা  নারীদেরকে মুক্ত স্বাধীন করার নামে তাদের ইজ্জত লুন্ঠন করার ষড়যন্ত্র করছে। আর কয় ইসলাম আইলে খবর আছে। হাত কিন্তু কাটবে আপনার। চোরের মনে পুলিশ পুলিশ।’
 
এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের সন্তানদের হাতে মাদক নয় কোরআন থাকবে। অস্ত্র নয় বই থাকবে। আমরা আমাদের সন্তানদের হাতে মাদক ও অস্ত্রের পরিবর্তে বই এবং কলম তুলে দিতে চাই।’

 

তাবিব

×