মাহমুদুর রহমান
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘সবচেয়ে বড় ভুলটা হয়েছে ৫ তারিখে (৫ আগস্ট), ভুলের জন্য রাজনীতিবিদরা দায়ী, ভুলের জন্য সেনা প্রধান দায়ী, ভুলের জন্য ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা দায়ী এবং তাদের যারা মুরুব্বি ছিলেন আসিফ নজরুল তিনি দায়ী।’
আমার দেশ পত্রিকার সম্পাদক আরও বলেন, ‘আপনারা একটা বিপ্লব করেছেন, সেদিন আপনার মাথায় আসলনা এত বড় বিপ্লবের মাধ্যমে যে সরকার আসলো সেটা বিপ্লবী সরকার। কীসের অন্তর্বর্তীকালীণ সরকার? সেদিনই প্রফেসর ইউনুসের উচিত ছিল প্রেসিডেন্ট হয়ে যাওয়া, প্রেসিডেন্ট হয়ে তিনি কাউন্সিল অব মিনিস্টার করে একটা সর্বদলীয় সরকার গড়ে ফেলতেন, শেষ ইউনিটি হয়ে যেত, ন্যাশনাল ইউনিটি হয়ে যেত।’
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে তাঁকে এসব কথা বলতে শোনা যায়। তবে ভিডিওটি কবেকার তা নিশ্চিত হওয়া যায় নি।
শিহাব