ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

গণতন্ত্র এখনো আমাদের হাতের নাগালের বাহিরে: গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট 

প্রকাশিত: ১৭:৫২, ২৩ নভেম্বর ২০২৪

গণতন্ত্র এখনো আমাদের হাতের নাগালের বাহিরে: গয়েশ্বর চন্দ্র রায়

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,‘আন্দোলন এখনো শেষ হয়নি, গণতন্ত্র এখনো আমাদের হাতের নাগালের বাহিরে। দেশের মানুষ সংস্কার বোঝেনা, বোঝে জিনিসপত্রের দাম, আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধির কথা শুনতে চায়। জনগণ যেনো ফুটবল খেলার মাঠের মত আনন্দ নিয়ে ভোট দিতে পারে। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশের জনগণকে, দ্রব্যমূল্যের উদ্যগতির, পরিসমাপ্তি ঘটাতে হবে না হলে দেশের পরিস্থিতি আরো ভয়ানকের দিকে চলে যাবে।’


শনিবার বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, খেলা হবে, খেলা হবে বলতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এখন তিনি কোথায়, খেলতে গিয়ে তিনি কেন পালিয়ে গেলেন?

অনুষ্ঠানে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, জেলা বিএনপি'র যুগ্ন সম্পাদক একেএম মমিনুল হক বক্তব্য রাখেন। এসময় রংপুর বিভাগের ৮জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাবিব

×