ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

জীবনের বিনিময়ে হলেও খুনি হাসিনাকে আমরা পুনর্বাসন করতে দেব না

প্রকাশিত: ১৭:২৫, ২৩ নভেম্বর ২০২৪; আপডেট: ১৭:২৮, ২৩ নভেম্বর ২০২৪

জীবনের বিনিময়ে হলেও খুনি হাসিনাকে আমরা পুনর্বাসন করতে দেব না

সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘খুনি’ হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে কারও সাফাই গাওয়ার প্রশ্নই আসে না । তিনি বলেন, আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা এটা (পুনর্বাসন) করতে দেব না।

 

শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এই মন্তব্য করেন।

 

সারজিস আলম বলেন, ‘হাসিনা সারাজীবন নিজের পরিবারের কথা বলে ক্ষমতা আঁকড়ে রেখেছিলেন। দুই হাজার নিরীহ মানুষকে হত্যার সময় তার বুক কাঁপেনি। আজ যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই।’

 

তিনি বলেন, ‘৫০ বছর আগের ১৯৭৫ সালের গল্প বলে তিনি ক্ষমতা সুসংহত করেছেন। কিন্তু দুই হাজার মানুষকে খুন করার জবাব তিনি কীভাবে দেবেন? যে রাজনৈতিক প্ল্যাটফর্ম দিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে, তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই।’

 

‘আমার অনেক বোন আছেন, যারা বিয়ের কয়েকদিন পর স্বামী হারিয়েছেন। নবজাতকরা বাবার মুখ দেখেনি। শহীদ বাবার সন্তানরা আজ রক্তাক্ত ভিডিও দেখে বড় হচ্ছে। এ বয়সে তাদের এসব দেখা উচিত নয়। এই প্রশ্নের উত্তর খুনি হাসিনা ও তার দোসরদের দিতে হবে,’ বলেন সারজিস।

 

তিনি বলেন, ‘কষ্ট ও ব্যথার গল্পগুলো সবাই বলতে পারে না। ক্ষত এত গভীর যে তা কোনোদিনও পূরণ করা সম্ভব নয়। অর্থ বা সম্মানী ভাতা দিয়ে সাহায্য করা সম্ভব হলেও, হারানো মানুষকে ফেরানো যাবে না।’

বরিশালের ৭৯ শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ‘এটা কেবল শুরু। শহীদ পরিবারের যৌক্তিক চাহিদা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো,’ বলেন সারজিস।

‘শহীদ পরিবারের একজনকে চাকরি দেওয়া, পুনর্বাসন, কিংবা সম্মানীর ব্যবস্থা করেও পাশে থাকবেন বলে জানান তিনি।

 

 

শিহাব

×