বিএনপির আন্দোলন-সংগ্রাম এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে হাকিমপুর উপজেলা হলরুমে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে আহত নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মতবিনিমিয় শেষে ৩৬ নেতা-কর্মীকে বিএনপির পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির যে আন্দোলন-সংগ্রাম শুরু হয়েছে, তা এখনো শেষ হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি জনগণের দল। আমরা বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর বিএনপি পালিয়ে যাওয়া মানুষের দল না। বিএনপি হচ্ছে সেই বীরের দল, যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।’
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচিসহ স্থানীয় নেতাকর্মীরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এমএম