ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১

চট্টগ্রাম পলিটেকনিকে সিট বরাদ্দ নিয়ে ছাত্রদল-শিবির মারামারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:২৭, ২১ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম পলিটেকনিকে সিট বরাদ্দ নিয়ে ছাত্রদল-শিবির মারামারি

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট।

ছাত্রাবাসের সিট বরাদ্দ নিয়ে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে নগরীর খুলশী এলাকায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে।

শিবিরের অভিযোগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ও বহিরাগতদের নিয়ে ছাত্রদল নেতারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। অন্যদিকে ছাত্রদলের অভিযোগ, প্রশাসনকে জিম্মি করে ছাত্রশিবির হলের নিয়ন্ত্রণ নেয়ায় সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করলে সংগঠনটির নেতাকর্মীরা হামলা চালায়।

ইনস্টিটিউটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্র বলেন, ‘আমরা সুষ্ঠুভাবে ক্যাম্পাসে অবস্থান করছিলাম। হঠাৎ বহিরাগত কিছু লোক ঢুকে এলোপাতাড়ি মারধর শুরু করে। আমরা প্রাণভয়ে তিনতলায় আশ্রয় নিই। তারা নিচ থেকে আমাদের লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে। এসময় তারা বলতে থাকে, আমি না কি শিবির। অথচ আমি শিবির করি না। আমি একজন সাধারণ ছাত্র। আমাকে কেন শিবির বলে ইট ছুঁড়ে মারা হল, আমি এটার বিচার চাই।’

জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ বলেন, ‘পলিটেকনিকের হল খুলে দেয়া হয়েছে। সেখানে সিট বরাদ্দ নিয়ে ছাত্রদল ও শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের মধ্যে বিরোধ হয়েছে। এখানে কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। এখন মোটামুটি শান্ত আছে। ৫-৭ জনের মতো সামান্য আহত আছে।’

এমএম

×