ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

তারেক রহমানের চিন্তাধারা দেশবাসীকে আলোড়িত করেছে

প্রকাশিত: ২২:১৯, ২০ নভেম্বর ২০২৪

তারেক রহমানের চিন্তাধারা দেশবাসীকে আলোড়িত করেছে

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স

তারেক রহমানের নতুন চিন্তাধারা দেশবাসীকে আলোড়িত করেছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনের ঝাণ্ডা উড়িয়েছিলেন। খালেদা জিয়া ও তারেক রহমান তা বহন করে ভিশন-২০৩০ ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা দিয়েছেন।

আজ বুধবার বিকেলে কেন্দ্রীয় কৃষক দল ঘোষিত তিন মাসব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে কৃষক সমাবেশ ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্র গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে ৩১ দফা বাস্তবায়ন করে তারেক রহমান নতুন বাংলাদেশ ও ইতিবাচক গণরাজনীতি উপহার দিতে চান। শহীদ জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির ধারায় তারেক রহমানের ইতিবাচক গণরাজনীতি বৈষম্যবিহীন মানবিক ও গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করবে।

শিহাব উদ্দিন

×