আজ বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে "জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা: জবাবদিহিতা ও সংস্কার" শীর্ষক আলোচনা সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ১৬ বছরে গণমাধ্যমের ভূমিকায় অনেকে সত্য বলতে পিছু হয়নি। তবে এই সময়ে কে কীভাবে সাংবাদিকতা করেছে সেটি দেখা হবে।
নির্বাচনের আগে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে নিয়ে বলা হতো ওরা জঙ্গি ও সন্ত্রাসী। তাদেরকে নির্বাচন করতে দেওয়া যাবে না। এসব গণমাধ্যমে প্রচার করা হতো। আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্সে কী ধরনের ফ্যাসিবাদি বক্তব্য দেওয়া হয়েছে। কার কী ভূমিকা ছিল সেগুলো খুঁজে বের করা হবে।
গত ১৬ বছরে কার কি রোল ছিল এগুলো দেখা হবে। এছাড়া গত তিনবারের নির্বাচনকে কারা সাপোর্ট দিয়েছে সেটাও দেখা হবে।
২০১৫ সালের জানুয়ারিতে কারা অগ্নিসংযোগ করলো,মিডিয়া কাদের ওপর দোষ চাপালো এগুলোও দেখা উচিত। এছাড়া গত ১৬ বছরে গুম, খুন নিয়ে কী ধরণের সাংবাদিকতা হয়েছে সেটিও জানতে হবে।
জুলাই- আগস্ট আন্দোলনে কিছু গণমাধ্যম ছাত্র-জনতাকে সন্ত্রাসী অ্যাখ্যা দিয়েছিল কতিপয় কিছু লোক। জুলাই-আগস্ট ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানে অনেক সাংবাদিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদেরকে তিনি স্যালুট জানান । গণমাধ্যম সংস্কারে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয় আজকের সভায়।
জাফরান