হাসনাত আব্দুল্লাহ। সংগৃহীত ছবি।
ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যেখানে তিনি পারস্পরিক রেষারেষি, অবিশ্বাস এবং দলাদলির বদলে একতা ও ঐক্যের ডাক দিয়েছেন। ১৯ নভেম্বর রাত ১২টা ৮ মিনিটে তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই আহ্বান জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, "বিগত দেড় দশকে আওয়ামী লীগ কর্তৃক চালানো স্বৈরশাসনের ফলে বিএনপি এবং জামায়াত গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগের অন্যায়, অবিচার এবং প্রহসনমূলক শাসনের কারণে তারা অনেক একনিষ্ঠ নেতা-কর্মীকে হারিয়েছে। গণতন্ত্র, ভোটাধিকার এবং মানবাধিকার হরণের প্রতিবাদে আওয়ামী লীগ বিএনপি এবং জামায়াতের ওপর অত্যাচারের পাহাড় গড়েছে।"
তিনি আরও উল্লেখ করেন, "২৪-এর গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া খেটে খাওয়া দিনমজুর থেকে সাধারণ শিশু-কিশোরও আওয়ামী লীগের নৃশংস হামলার শিকার হয়েছে। তবে ফ্যাসিবাদী শাসনের কালক্রমে, ২৪-এর গণঅভ্যুত্থান আমাদের সামনে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ঐতিহাসিক এই অভ্যুত্থানই সকল নিপীড়িত দলকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছে।"
এদিকে, হাসনাত আব্দুল্লাহ মনে করেন, ভবিষ্যতের বাংলাদেশে আওয়ামী লীগের কোনও স্থান নেই। তিনি বলেন, "যে দলটি ১৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে গুম-খুন ও অন্যায়-অবিচারের রাজত্ব কায়েম করেছে, সেই আওয়ামী লীগের জন্য আগামী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কোন কার্যক্রমের সুযোগ নেই। জনগণ এখন তাদের নিষিদ্ধকরণের এবং আওয়ামী অপশাসনের পেছনে যারা ছিল তাদের বিচারের দাবিতে সোচ্চার।"
তিনি আরও যোগ করেন, "এই দেশের মানুষের জন্য হাজারো রক্তের বিনিময়ে যে সংগ্রাম হয়েছে, আমরা কেউই চাই না সেই ৭১ ও ৯০-এর মত ব্যর্থতা আবার ফিরে আসুক। আমরা চাই না, আমাদের দেশে আবার কেউ ফ্যাসিস্ট শাসক হয়ে উঠে আসুক কিংবা বহিরাগত শক্তির আধিপত্য কায়েম হোক। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে, আমাদের একতাবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।"
বিভাজন না করে একতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরেই নানা দুঃখ-কষ্টে দিন কাটাচ্ছে। এখন সময় এসেছে, আমরা সবাই মিলে একে অপরের পাশে দাঁড়িয়ে দেশের মানুষের হৃদয়ে শান্তি ফিরিয়ে আনব। ফ্যাসিবাদী শাসন ও আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভাজনের বদলে একতা, অপশাসনের বদলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।"
তিনি শেষ করেন, "আমরা পারস্পরিক রেষারেষি, অবিশ্বাস এবং দলাদলির বদলে ঐক্য ও একতা প্রতিষ্ঠার মাধ্যমে এক নতুন বাংলাদেশ গড়ে তুলব। দল-মত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায়, আগামীতে আমরা এক হয়ে কাজ করব, একসাথে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে।"
এই বার্তার মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ একটি ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা করতে চেয়েছেন, যা দেশের ভবিষ্যত উন্নয়ন এবং রাজনৈতিক শৃঙ্খলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
নুসরাত