সম্প্রতি তথাকথিত সুবিধাবাদী নেতাকে মন থেকে ডিলিট আহ্বান জানিয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানান এমন বক্তব্য দেন তিনি।
তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, পদ ও চেয়ার সর্বস্ব তথাকথিত সুবিধাবাদী 'নেতা'কে মন থেকে 'ডিলিট' করুন। এই কঠিন সময়ে সাধ্যমতো পাশে থাকা আন্তরিক 'নেতৃত্ব'কে অন্তরে ধারণ করুন। সেই আগামীর নেতা।
পোস্টে রাব্বানী আরও উল্লেখ করেছেন যে,কর্মীর বিপদে, একান্ত প্রয়োজনে যে নেতা নিরাপদ থেকেও খোঁজ-খবর নিচ্ছে না, ফোন ধরছে না, সামর্থ্য থাকার পরও সহায়তা করছে না, সে কখনো 'নেতা' না, কেবল চেয়ারধারী বা পদধারী ছিলেন।
এর আগে সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেে এক স্ট্যাটাস দিয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
স্ট্যাটাসে রাব্বানী আওয়ামী লীগকে এককালে মন থেকে ভালোবেসে সমর্থন করা মানুষও সংক্রমণ শঙ্কায় কাছে ঘেঁষতে ক্ষাণিক নিরুৎসাহিত ও দ্বিধান্বিত বলে মন্তব্য করেন।
নাহিদা