ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ : অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ১৮:১৪, ১৯ নভেম্বর ২০২৪

দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, দেশের বিভিন্ন খাতে অনিয়ম এবং দুর্নীতির ফলে অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন তিনি।

অর্থ উপদেষ্টা জানান, সরকারের বাজেটের ব্যয় কমানোর জন্য কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা নিয়ে কোনো সংকোচন করা হবে না। এছাড়াও, জাতীয় উন্নয়ন পরিকল্পনার অধীনে কিছু প্রকল্পের মধ্যে অপ্রয়োজনীয় ও রাজনৈতিক প্রভাবিত প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কিছু ব্যাংক অর্থনৈতিক প্রেক্ষাপটে পুনরুদ্ধার করছে, এবং ইসলামী ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংক হিসেবে ভালো অবস্থানে আছে। তবে কিছু ব্যাংক সমস্যা সামলাতে হিমশিম খাচ্ছে, তবে সরকারের পক্ষ থেকে কোনো ব্যাংক বন্ধের পরিকল্পনা নেই।

মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, বর্তমান মূল্যস্ফীতির পরিস্থিতি একদিনে সৃষ্টি হয়নি। এর পেছনে ৬০ হাজার কোটি টাকা অতিরিক্ত মুদ্রণ এবং বিভিন্ন প্রকল্পে অযথা খরচের ভূমিকা রয়েছে। যদিও পদ্মা সেতু মানুষের যাতায়াত সহজ করেছে, তবে এর পূর্ণ সুফল এখনো আর্থিক খাতে প্রতিফলিত হয়নি। এ কারণে মূল্যস্ফীতি বেড়েছে। তবে, সরকারের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ পণ্যের শুল্ক কমানো হয়েছে, যা আগামী রমজান মাস পর্যন্ত কার্যকর থাকবে।

এ সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সাথে উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

নুসরাত

×