ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

এই দিন দিন না, সামনে ভাল দিন আসবে: সাবেক খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:৫৩, ১৯ নভেম্বর ২০২৪; আপডেট: ১১:২৩, ১৯ নভেম্বর ২০২৪

এই দিন দিন না, সামনে ভাল দিন আসবে: সাবেক খাদ্যমন্ত্রী

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

আদালতে রিমান্ড শুনানি চলাকালে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘সব দিন তো একরকম যায় না। এই দিন দিন নয়, সামনে ভালো দিন আসবে।’

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে কামরুলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এরপর পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ড শুনানি শুরু হয়। এসময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।

শুনানিতে কামরুল ইসলাম আরো বলেন, নিউমার্কেট এলাকা আমার অধীনে না। আমি ওই ওই এলাকার এমপিও না। এ মামলায় আমাকে ৫৬ নাম্বার আসামি করা হয়েছে। আমার নামটি হয়তো শেষ মুহূর্তে ভুলে এজাহারে লেখে দেয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।

 

শিহাব

×