মহিউদ্দিন রনি
একের পর এক অভিনব উপায়ে নিজের প্রতিবাদ চালু রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। রেলওয়ের অব্যবস্থাপনা-যাত্রী হয়রানির প্রতিবাদে থেকে নিজের আন্দোলনের সূচনা করা রনি প্রতিনিয়ত বিভিন্ন অসঙ্গতি ও চলমান দূর্নীতির বিরুদ্ধে একের পর এক অভিনব পন্থায় নিজের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। রনির সাথে যোগ দিচ্ছেন সাধারণ অনেক শিক্ষার্থীও।
সম্প্রতি মিডিয়ার সাথে আলাপকালে মহি উদ্দিন রনি বলেন, আমরা সবকিছু এখন সারজিস-হাসনাত কেন্দ্রিক করে ফেলেছি। আগে যেমন সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে যেত শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শেখ ওয়ালী আসিফ ইনান, সাদ্দাম হোসাইন। এরকম কেন্দ্রবিন্দুকে চক্র করে আমরা ঘুরতাম, এখন চক্রটা হয়ে গেছে এমন যে সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে গেছে হাসনাত-সারজিস।
বর্তমানে কোথাও কিছু ঘটলেই সমন্বয়কদের ডাকার ব্যাপারটা বেশ লক্ষ্যণীয়। মহি উদ্দিন রনি এতে বিরক্তি প্রকাশ করেন।
শিহাব