ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

আমরা মুরুব্বিদের উপরে খুব ক্ষুব্ধ : হাসনাত

প্রকাশিত: ০৩:৫৬, ১৮ নভেম্বর ২০২৪

আমরা মুরুব্বিদের উপরে খুব ক্ষুব্ধ : হাসনাত

হাসনাত আব্দুল্লাহ

সম্প্রতি গণমাধ্যমের সাথে আলোচনাকালে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন,  ‘আমরা মুরুব্বিদের উপরে খুব ক্ষুব্ধ, এটা সত্য। সে শিবিরের হতে পারে, ছাত্রদলের হতে পারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হতে পারে, আমরা মুরুব্বিদের উপরে ক্ষুব্ধ। তারা আমাদের আমাদেরকে যথাযথভাবে ব্যবহার করতে পারছে না। আমাদের চিন্তাটাকে, চিন্তাটাকে আমরা যেন স্পেস করতে পারি, ইতিহাসে স্থান দিতে পারি, একাডেমিক্যালি এটাকে যেন এনডোর্স করতে পারি সেই সুযোগটা করে দিচ্ছে না।

তিনি বলেন, বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাড়াবে, তারপর বিপ্লব হবে, চলে যাবে। পরবর্তীতে পোস্ট ভাগাভাগি হবে মুরুব্বিদের মধ্যে, বাচ্চারা কী বুঝবে? বাচ্চারা কী পারবে? নো! 

তিনি আরও বলেন, আপনারা তাদের মতামত নেন, তাদেরকে যেন ইতিহাসে স্থান দেয়া যায়, তাদের অবদানগুলোকে কীভাবে প্রাপ্তিস্বীকার করা যায়। তাদের অবদানকে পাঠ্যসূচিতে স্থান দেন। তাহলে, আমাদের পূর্বপুরুষদের অবিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের সাহস এইনদুইটার সংমিশ্রণে আমাদের আগামীর বাংলাদেশ সুন্দর হবে।’

শিহাব

×