ঢাকা, বাংলাদেশ   রোববার ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রাহায়ণ ১৪৩১

নাটোরে ফেস্টুনে বিএনপির নেতার ছবি কাটার প্রতিবাদে মানববন্ধন

কালিদাস রায়

প্রকাশিত: ১৬:৩২, ১৭ নভেম্বর ২০২৪

নাটোরে ফেস্টুনে বিএনপির নেতার ছবি কাটার প্রতিবাদে মানববন্ধন

নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ বাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি সম্বলিত ফেস্টুন কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতার ফেস্টুন কেটে ফেলার ঘটনায় রবিবার দুপুর ১২টার দিকে ছাতারভাগ বাজারে মানববন্ধনে অংশ নেন ছাতারভাগ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী। ঘন্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুবদলের নেতা রাকিব হোসেন, ছাত্রদল নেতা জিয়াদ আলী, মুনছুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জনপ্রিয়তা কে ভয় পেয়ে ও আগামীতে ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির বিশাল জনসভাকে বানচাল করতে ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসীরা বিভিন্নভাবে যড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। জাতীয় নেতাদের ফেস্টুন থেকে ছবি কেটে ফেলা এ গুলো আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের কাজ বলে অভিযোগ করেন। তাদের বিরুদ্ধে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির দাবী জানান।

জানা যায়, কিছুদিন আগে উপজেলার ছাতারভাগ বাজারের মোড়ে একটি বট গাছে ব্রহ্মপুর ইউনিয়ন ছাত্রদলের সৌজন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি সম্বলিত ফেস্টুন টাঙ্গানো হয়। শনিবার রাতের কোন এক সময় ফেস্টুনটি কেটে ফেলে দুর্বৃত্তরা। রবিবার সকালে বিষয়টি সকলের নজরে পড়ে। পরে দুপুরে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে স্থানীয়রা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

নাহিদা

×