মাদারীপুর জেলার শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউটশন মাঠে গণ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম,বিশেষ অতিথি হিসেবে পীর সাহেব বাহাদুরপুর হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী উপস্থিত ছিলেন।
ছাএ-জনতার গণবিপ্লব সংঘটিত গণহত্যার বিচার,দূর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা,সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন,ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই গণ সমাবেশ।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন,‘শুধু দেশ,দল,নেতা পরিবর্তনের মাঝে কোন শান্তি আসতে পারে না। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন সচেষ্ট ছিলাম কেননা ভেবে ছিলাম ব্রিটিশ এই দেশ থেকে বিদায় হলে বৈষম্য বিদায় হবে। এই দেশে শান্তি হবে।মনে রাখতে হবে ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার একমাএ কারণ ছিল ধর্ম।এই দেশ মুসলমানদের অব্যশই মনে রাখবেন দেশ মুসলমানদের তবে অধিকার সবার।ঢাকা বিশ্ববিদ্যালয় না হওয়ার কলকাতার হিন্দুরা পিছনে তখন একচল্লিশ বার মিছিল হয়ে ছিলো যেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন না হয়।এবং রবি ঠাকুরের নেতৃত্বে আন্দোলন হয়ে ছিলো।কিন্তু স্যার সলিমুল্লাহর দেওয়া জমিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯৭১ সালে বাংলাদেশ নামে একটি দেশ পাকিস্তান থেকে ভাগ হয়ে আমরা পেয়েছি যুদ্ধ করে।ভেবে ছিলাম এবার মুক্তি পাবো,শান্তি পাবো,নিরাপত্তা লাভ করবো মানুষের থাকবে অশান্তি,থাকবে না কোন বৈষম্য। কিন্তু ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিলো তারা পারেনি বৈষম্য দূর করতে।মানুষের অধিকার স্থাপন করতে পারেনি।আবার ২০২৪ বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটিয়ে দেশ আবার স্বাধীন হলো কিন্তু ৫ আগস্টের পরে আমরা কি দেখলাম? আবার সেই লুটপাট,চাঁদাবাজি। কিন্তু আমাদের আন্দোলন এখনও শেষ হয় নাই,যতদিন পর্যন্ত বৈষম্য দূর না হবে ততদিন আমাদের আন্দোলন করতেই হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ,শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ ও সঞ্চালনায় ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান।
গণ সমাবেশে প্রায় পঁচিশ হাজার লোকের উপস্থিতি ছিলো এবং স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্বে পালন করেছেন ৩০০ জন।
এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আকরাম হুসাইন,এ.বি.এম এমদাদুল হক,মাওলানা রফিকুল ইসলাম নাসির মোল্লা,মাওলানা শাহআলম তালুকদার, আলহাজ্ব আজিজুল হক মল্লিক, অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম,মো.মনিরুল ইসলামসহ প্রমূখ নেতৃবৃন্দ।
নুসরাত