ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রাহায়ণ ১৪৩১

বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার না করলে আন্দোলন শুরু করতে হবে: চরমোনাই পীর

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ২০:৪৫, ১৬ নভেম্বর ২০২৪; আপডেট: ২০:৪৬, ১৬ নভেম্বর ২০২৪

বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার না করলে আন্দোলন শুরু করতে হবে: চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ছবি: সংগৃহীত।

বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার না করলে আন্দোলন লড়াই শুরু করা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি সংস্কারের মাধ্যমে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবী জানিয়েছেন।

শনিবার বিকেলে মাদারীপুরের শিবচরে নন্দকুমার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন  বাংলাদেশ শিবচর শাখার আয়োজনে ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দূর্নিতীবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষনা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় চরমোনাই পীর বলেন, আমি বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারকে বলবো যাদেরকে আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এরা এই মাটি ও মানুষের চিন্তা লালন করে না। এরা ভিনদেশী কোন চিন্তা লালন করে। স্পষ্ট ভাষায় বলতে চাই যদি কোন বিতর্কিত উপদেষ্টাদেরকে আপনি এখনো প্রত্যাহার না করেন তাহলে হয়তো আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে। আপনার বিরুদ্ধে লড়াই করতে হবে। যেটা আমরা চাইনা। আমরা চাই সংস্কারের মাধ্যমে সুন্দর এক পিআর সিস্টেমে নির্বাচন উপহার দিবেন। সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে। কোন ব্যক্তিকে মানুষ ভোট দিবে না, মার্কাকে ভোট দিবে। তাহলে দূর্নিতী থাকবে না, বানিজ্য থাকবে না, নমিনেশন বানিজ্য থাকবে না, পেশিশক্তি কেউ ব্যবহার করতে পারবে না। অবৈধ কালো টাকার ছড়াছড়ি থাকবে না। প্রতিটি ভোট কাজে লাগবে। যেখানে জাতীয় সরকার গঠিত হবে। প্রতিটি আদর্শের মানুষ সংসদে থাকবে। প্রত্যোকে প্রত্যোকের কথা তুলে ধরতে পারবে। পিআর সিস্টেমে নির্বাচন হলে ফ্যাসিস্ট আর তৈরি হবে না, জালেম তৈরি হবে না, খুনি তৈরি হবে না। লক্ষ লক্ষ কোটি টাকা পাচারকারী কোন দল আর বাংলাদেশে থাকবে না। মার্কাকে ভোট দিবে। ধরেন যদি হাতপাখা মার্কা গোটা ভোটের ৩০ ভাগ ভোট পায় তাহলে তাদের নব্বইজন সংসদ সদস্য সংসদে যাবে। এতে কোন ভোট মিশিং হবে না। তাই আসুন পিআর সিস্টেমে নির্বাচন চাই। ৯২ ভাগ মুসলমানদের দেশে ইসলামী হুকুমত চাই।

এসময় হাজী শরীয়াতুল্লাহর ৭ম পুরুষ বাহাদুরপুর মঞ্জিলের পীর হাউেৎ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, শিবচর জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলুম এর মুহতামিম মাওলানা আকরাম হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ'র মাদারীপুর জেলা শাখা সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব আজিজুল হক মল্লিক, সেক্রেটারী অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম,  মাওলানা আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি মোঃ কাজী ইসমা প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ।

নুসরাত

×