ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রাহায়ণ ১৪৩১

দ্রুত নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান রিজভীর

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ২০:০৮, ১৬ নভেম্বর ২০২৪

দ্রুত নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত।

জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে দ্রুত নিরপেক্ষ নির্বাচন দেওয়ারে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভোটাররা যেন ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিতে দাবি করে কালক্ষেপণ হলে মানুষের মনে প্রশ্ন তৈরি হবে বলেও মন্তব্য করেন রিজভী।

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে বরিশালের বিভাগের ৩১ টি শহীদ পরিবারের সাথে শনিবার (১৬ নভেম্বর) বেলা ১ টায় উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামে জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজে আমরা বিএনপি পরিবার'র আয়োজনে এ শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 

বাকেরগঞ্জে ‘আমরা বিএনপি পরিবার’ এর ব্যানারে সভায় রিজভী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। শেখ হাসিনার দোসররা নেপথ্যে থেকে সিন্ডিকেট করছে জানিয়ে তাদের শাস্তি আওতায় আনার আহ্বান জানান।

এতে প্রধান অতিথির বক্তব্যে, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী গণঅভ্যুত্থানে নিহতদের পাশে থাকবে বিএনপি বলে ঘোষণা দেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণের ক্ষমতা দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। কালক্ষেপণ হলে জনমনে প্রশ্ন তৈরি হবে বলেও মন্তব্য করেন।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছেনা জানিয়ে, শেখ হাসিনার দোসর সিন্ডিকেটদের শাস্তি আওতায় আনার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশকে বাবার জমিদারি মনে করত। সেই জমিদারি ধরে রাখতে গুম খুন হত্যা করতে একটু দ্বিধাবোধ করত না। শেখ হাসিনা মাঝেমধ্যে কান্না করতেন তার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। ওটা ছিল তার অভিনয়। আসলে তার কোন মায়া মমতাই ছিল না। যে মহিলা ১৬ বছর প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশ ব্যাংক লুট করেছে, বেসিক ব্যাংক লুট করেছে, সোনালী ব্যাংক লুট করেছে তার আবার মায়া মমতা কিসের। সে তো শুধু ক্ষমতায় থাকতে চেয়েছে। আরো বেশি লুট আরো বেশি টাকা পাচার করতেন তিনি শেখ পরিবারের লোকজন দিয়ে। এটাই হচ্ছে তার রাজনৈতিক দর্শন। এটাই ছিল তার চিন্তাধারা। তার ১৬ বছরের দুঃশাসনে  বিদেশ থেকে ঋণ পেয়েছেন প্রায় ১৮ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। আর টাকা পাচার হয়েছে ১৭ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা। তার কি দেশপ্রেম ছিল সে কি মানুষকে ভালোবাসতো কখনোই ভালোবাসতো না। তার স্বপ্ন ছিল এটাই বাংলাদেশকে আর্থিকভাবে দেউলিয়া করে চলে যাবে। 

জুলাই গণঅভ্যুত্থানে নিহত রবিউলের স্ত্রী তানিয়া আক্তার বলেন, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে দুই মাস বয়সী সন্তান। সন্তানকে নিয়ে তিনি এখন দিশেহারা। স্বামী ইলেকট্রিকাল ব্যবসায়ী রবিউল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে ১৯ জুলাই শুক্রবার নিহত হন। কারো স্বামী, কারো সন্তান, কেউ হারিয়েছেন বাবা। এই স্বজন হারানোদের চোখে জল, বুকে চাপা কষ্ট। চান হত্যার বিচার।

এর আগে দুপুরে বাকেরগঞ্জে পৌঁছে নিহত যুবদল নেতা আরিফুর রহমান রাসেলের কবর জিয়ারত করেন।

এই অনুষ্ঠানে বরিশাল বিভাগের পটুয়াখালী,ঝালকাঠি  পিরোজপুর, ভোলা, বরগুনা ৬টি জেলার ৩১ টি শহীদ  পরিবারের মাঝে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

আমরা বিএনপি পরিবার'র সদস্য সচিব আতিকুর রহমান রুম্মানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহমুদুল আলম নান্নু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন শাহিন, জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম-আহবায়ক আফরোজা খানম নাসরিন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান, উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির উদ্দিন হাওলাদার, পৌর বিএনপি'র সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহীন তালুকদার প্রমূখ।

নুসরাত

×