অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই-আগস্টের গণহত্যা ভারত কীভাবে দেখে, তা তারা এখনো স্পষ্ট করেনি। বিবিসি হিন্দিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রকাশিত ওই সাক্ষাৎকারে নাহিদ জুলাই-আগস্টের আন্দোলন, গণহত্যা, সংখ্যালঘুদের পরিস্থিতি, তাদের নিরাপত্তা প্রদান এবং ভারত–বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেন।
জুলাই–আগস্ট গণহত্যা নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা দিয়ে কী বোঝাতে চাচ্ছেন— এমন প্রশ্নের উত্তরে নাহিদ বলেন, আওয়ামী লীগ জুলাই-আগস্টে যে গণহত্যা ঘটিয়েছে, সেটি ভারত কীভাবে দেখে, তা ভারত এখনো স্পষ্ট করেনি। কয়েকটি দেশ বাংলাদেশের জনগণের পাশে থাকার কথা জানিয়েছে। কিন্তু ভারত এ বিষয়ে কোনো কথা বলেনি। উপরন্তু, যার (শেখ হাসিনা) ওপর এ ঘটনার দায় বর্তায়, ভারত তাকে আশ্রয় দিয়েছে।
বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে ভারত বারবার কথা বলছে। বিষয়টি কীভাবে দেখছেন— এ প্রশ্নের উত্তরে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এখানকার সংখ্যালঘুরা আমাদের নাগরিক। তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। এ নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত কী ধরনের সাহায্য করতে পারে? এ নিয়ে কথা বলা প্রয়োজন। আরও বলতে চাই, ভারতীয় গণমাধ্যম আমাদের সরকারকে নিয়ে ভুল সংবাদ প্রচার করে যাচ্ছে। ভারতের উচিত এ বিষয়ে একটি সীমা টানা। আমরা চাই, তথ্যের ভিত্তিতে আলোচনা হোক এবং সম্পর্ক উন্নয়নের প্রশ্নেও আলোচনা হোক।
এর মানে কি এই যে ভারত বাংলাদেশে সংঘটিত খুনখারাবিকে এড়িয়ে যাচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, যারা স্বজন হারিয়েছেন, ভারত যদি তাদের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে বাংলাদেশের জনগণ সেটিকে ইতিবাচকভাবে নেবে। আমি চাই, ভারত আমাদের সহায়তা করুক, যেন গণহত্যাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়।
এমএম