উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও মোস্তফা সরয়ার ফারুকী/সংগৃহীত উপদেষ্টা সেখ বশির উদ্দিন ও মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১২ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বশির উদ্দিনের পদত্যাগের দাবিতে আইনগত নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. সফিকুল ইসলাম সবুজ খান। নোটিশে তিন দিনের মধ্যে ফারুকী ও বশিরকে প্রত্যাহার না করা হলে উচ্চ আদালতে যাওয়ার হুমকি দেন তিনি। এই নোটিশটি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই নোটিশ পাঠান বলে জানা যায়।
নোটিশে উল্লেখ রয়েছে, বিগত স্বৈরাচারী সরকারের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সবার গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে একটি নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।
এছাড়াও, নোটিশে দাবি করা হয় যে, সবুজ খান নিজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গর্বিত অংশীদার হিসেবে দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন। তিনি উপদেষ্টা হিসেবে নিজেকে অন্তর্ভুক্ত করার আবেদনও জানিয়েছেন।
নাহিদা