বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “কেউ কোনোদিন পাঁচ টাকা নেওয়ার প্রমাণ দিতে পারবে না। যদি প্রমাণ পাওয়া যায়, আমি যেকোনো শাস্তি মেনে নেব। এসব শুধু গুজব ছড়ানো হচ্ছে।”
তিনি এসব মন্তব্য করেছেন বুধবার (১৩ নভেম্বর) বিকেলে বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে আয়োজিত একটি সভায়। সভায় দেশের চলমান পরিস্থিতি, প্ল্যাটফর্মের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমন্বয়কদের মধ্যে সমন্বয়ের বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। সভায় কেন্দ্রীয় সমন্বয়কদের ৬০-৬৫ জন উপস্থিত ছিলেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, "কিছু মানুষ সমন্বয়ক পরিচয় ব্যবহার করে সুবিধা নিতে চান। যখন সুবিধা পান না, তখন তারা বলেন, 'আমি কি আন্দোলন করিনি?' আন্দোলনের নাম দিয়ে অন্যায় সুবিধা চাওয়া অযৌক্তিক।"
কিছু সমন্বয়ক আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলায়, তারা বলেন, "এখন পর্যন্ত কেউ বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেননি। সভায় আসার খরচও নিজেদের থেকেই দিতে হচ্ছে।" তিনি আরও বলেন, আর্থিক সব বিষয় চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অধীনে পরিচালিত হয়।
সরকারের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করব এবং খারাপ কাজের সমালোচনা করব।”
এছাড়াও, সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সমন্বয়ক আব্দুল কাদের জানিয়েছেন, শিগগিরই ২০-২২ সদস্যবিশিষ্ট একটি নির্বাহী কমিটি গঠন করা হবে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়, সাত কলেজ এবং জেলা পর্যায়ের প্রতিনিধিরাও অংশ নেবেন।
নাহিদা