ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বঙ্গবন্ধুর ছবি অপসারণ করার করার তীব্র নিন্দা করেছে জাসদ

প্রকাশিত: ১৯:৩৬, ১৩ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর ছবি অপসারণ করার করার তীব্র নিন্দা করেছে জাসদ

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৩ নভেম্বর ২০২৪ বুধবার এক বিবৃতিতে  বঙ্গবভনের দরবার হল, সংস্কৃতি মন্ত্রনালয়সহ বিভিন্ন সরকারী অফিস, দফতর, স্থাপনা থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণ, বঙ্গবন্ধুকে নিয়ে বিষোদাগারের নিন্দা ও প্রতিবাদ করেছে।

জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি মনে করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দল, পরিবার, গোষ্ঠীর সম্পত্তি নন; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসম্বাদিত নেতা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও প্রতিষ্ঠাতা।

জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি মনে করে, বঙ্গবন্ধুর ছবি অপসারণ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদাগারের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্যতা অস্বীকার করা হচ্ছে।

রিয়াদ

×