ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আক্ষেপকারীরা আন্দোলনের চেতনা বিরোধী: মাহফুজ আলম

প্রকাশিত: ১৯:২৭, ১৩ নভেম্বর ২০২৪

আক্ষেপকারীরা আন্দোলনের চেতনা বিরোধী: মাহফুজ আলম

যে বা যারা সরকারী অফিস থেকে শেখ মুজিব ও হাসিনার ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেছে, তারা এই গণ আন্দোলন গণমানুষের চেতনার বিরোধী বলে উল্লেখ করেন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

 

সম্প্রতি বঙ্গভবন থেকে শেখদের মুজিবের ছবি সরানো বিতর্কে মাহফুজ তার ফেসবুক পেজে লিখেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কারণেই মুজিবের ছবি সরিয়েছে কর্মকর্তারা। ফ্যাসিবাদী বাবার নামে তার একাত্তর-পরবর্তী চেতনার কথা বলে হাসিনা তার বাবাকে দেবতুল্য করে তুলেছিলেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ একসঙ্গে তাদের দুজনের ছবি, ম্যুরাল ভাস্কর্য নামিয়ে ফেলেছে।

 

এই উপদেষ্টা আরও লেখেন, ‘ ইতিহাসকে মুছে ফেলা যায় না। আমরা এখানে এসেছি, ঐতিহাসিক অসংগতি অপব্যাখ্যা দূর করতে।

 

একাত্তরের মুক্তিযুদ্ধ গণমানুষের ছিল। কোনো মুক্তিযোদ্ধা যদি একাত্তরের পর কোনো অন্যায় করে থাকেন, তবে তারও বিচার হওয়া উচিত। স্বাধীনতাযুদ্ধে ভূমিকা রাখলেই  কোনো অন্যায়ের ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয় বলে উল্লেখ করেন তিনি।

 

মাহফুজ আশা করেন,৪৭ ৭১-এর পাশাপাশি জুলাইয়ের চেতনা সবার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।

তানজিলা

×