ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ফেসবুকে উপদেষ্টা নাহিদের পাশে সাধারণ ছাত্রজনতা, #উইআরনাহিদ

প্রকাশিত: ০৮:৪৪, ১৩ নভেম্বর ২০২৪; আপডেট: ০৯:২১, ১৩ নভেম্বর ২০২৪

ফেসবুকে উপদেষ্টা নাহিদের পাশে সাধারণ ছাত্রজনতা, #উইআরনাহিদ

তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামের উপস্থিতিতে তাকে উদ্দেশ্য করে কটুক্তি করার অভিযোগ উঠে। তার প্রতিবাদে সামাজিক মাধ্যম ফেসবুকে #WeAreNahid ট্রেন্ড শুরু হয়েছে যেখানে উপদেষ্টা নাহিদকে সমর্থণ দিয়ে জুলাই বিপ্লবে তার অবদানের কথা মনে করিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়। জবিতে কটুক্তিমূলক স্লোগান ছিল এমন যে, 'সব শালারা বাটপার,আর্মি' হবে ঠিকাদার”। মূলত, জবির দ্বিতীয় ক্যাম্পাস আর্মির কাছে হস্তান্তরের প্রতিবাদে আন্দোলনের সময় এমন কটুক্তির অভিযোগ উঠে।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল লিখেছেন,"নাহিদ ভাইদের মুখের সামনে দাঁড়ায়া 'সব শালারা বাটপার' স্লোগান যাতে নির্ভয়ে, নি:সঙ্কোচে দিতে পারেন সেজন্যেই গণঅভ্যুত্থান হইছে! কে বাটপার কে খাঁটি সেইটা ইতিহাস প্রমাণ করবে, কিন্তু আপনার মন চাইলে আপনি যাতে বাটপার কইতে পারেন অনেক কিছুর মতো এটার জন্যেও আমরা জেল খাটছি, আহত হইছি, রক্ত ঝরাইছি। এই অধিকার রক্ষার জন্যে দরকার লাগলে আবার ঝরাবো!"

নাহিদা

×