ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ফ্যাসিস্ট সরকার মামলা দিত, অন্তর্বর্তী সরকার কোনো মামলা দিচ্ছে না

প্রকাশিত: ২০:৫৫, ১২ নভেম্বর ২০২৪

ফ্যাসিস্ট সরকার মামলা দিত, অন্তর্বর্তী সরকার কোনো মামলা দিচ্ছে না

আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগে ফ্যাসিস্ট সরকার মামলা দিত, কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ কোনো মামলা দিচ্ছে না। সাধারণ মানুষ ও রাজনৈতিক প্রতিপক্ষ ঢালাও মামলা দিচ্ছে। এর একটা প্রকোপ দেখা দিয়েছে, যা আমাদের বিব্রত করছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনিস্টিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এই সংকট মোকাবিলায় করণীয় প্রসঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের অংশীজনদের কাছে পরামর্শ চেয়েছেন তিনি।

আসিফ নজরুল বলেন, আমরা অনেক ধরনের আইনি সংস্কার, পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি। আমাদের প্রত্যাশা আইনগতভাবে কীভাবে জিনিসটা মোকাবিলা করা যায়।

উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন করা হবে জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগে রাজনীতিকীকরণ ঠেকাতে উচ্চ আদালতে বিচারক নিয়োগে যুগোপযোগী আইন প্রণয়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে।

২০০৮ সালে বিচারপতি নিয়োগে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তা বাতিল করা হয় বলেও জানান তিনি। তিনি বলেন, আগামীতে উচ্চ আদালতে যে বিচারক নিয়োগ হবে, তা আইনের মাধ্যমে করতে চাচ্ছি। আইনের মাধ্যমে করার দাবি সমাজে বহুদিন ধরে আছে।

 

এসইউ

×