অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার আকার আরো বড় হচ্ছে। সে তালিকায় নাম রয়েছে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর।
তিনি একজন ক্যামেরার পেছনের মানুষ। পুরোদমে ফিরেছেন তার শুটিং- এর কাজেও। বর্তমানে ফারুকি শুটিং করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও উত্তরাতে। সারাদিন অনবরত তার কাছে ফোন আসছে। এরমধ্যেই একটি বিশেষ ফোন এলো ফারুকির কাছে ! সেটা হলো প্রধান উপদেষ্টার দফতর থেকে আসা ফোন। সেখান থেকেই প্রস্তাব দেয়া হয়েছে উপদেষ্টা হওয়ার।
তার নিকটজনের কাছ থেকেই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, প্রধান উপদেষ্টার দফতর থেকে ফারুকীকে ফোন করা হয়েছিল। তিনি প্রাথমিক প্রস্তাব পেয়েছেন। তবে, ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের সম্মতি জানিয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
অতএব এটুকু নিশ্চিত, সবকিছু ঠিকঠাক থাকলে শুটিং স্পট থেকেই শপথ নিতে যাবেন ফারুকী। সেটা হলে, বহুল প্রশংসিত এ নির্মাতা শুরু করবেন নতুন অধ্যায়।
এছাড়াও জানা যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে পাঁচজন শপথ নিতে পারেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।
একনজরে দেখে নিন উপদেষ্টা পরিষদে নতুন করে স্থান পেতে যাচ্ছেন যারা-
১. মোস্তফা সারোয়ার ফারুকী, চলচ্চিত্র নির্মাতা
২. মাহফুজ আলম, মাস্টার মাইন্ড, বৈষম্য বিরোধী আন্দোলন
৩. খোদাবক্স চৌধুরী, সাবেক আইজিপি
৪. শেখ বশির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, আকিজ-বশির গ্রুপ
৫. ড. সাইদুর রহমান।
নুসরাত