ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

পঞ্চপাণ্ডব কলেজকে জিরো পয়েন্টে আমন্ত্রণ সমন্বয়কদের

প্রকাশিত: ০৪:৩৫, ১০ নভেম্বর ২০২৪; আপডেট: ০৬:৩৬, ১০ নভেম্বর ২০২৪

পঞ্চপাণ্ডব কলেজকে জিরো পয়েন্টে আমন্ত্রণ সমন্বয়কদের

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক রিফাত রশিদ

ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, আব্দুর রউফ কলেজ, নূর মোহাম্মদ কলেজকে পঞ্চপাণ্ডব সম্বোধন করে আগামীকাল গুলিস্তান জিরো পয়েন্টে দাওয়াত দিলেন সমন্বয়ক রিফাত রশিদ। ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, আব্দুর রউফ কলেজ, নূর মোহাম্মদ কলেজ। পঞ্চপাণ্ডব ছোটভাইদের আগামীকাল গুলিস্তান জিরো পয়েন্টে দাওয়াত দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। আজ মধ্যরাতে তার এক ফেসবুকে এই বার্তা দেন।
রিফাত রশিদের ফেসবুক ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, আব্দুর রউফ কলেজ, নূর মোহাম্মদ কলেজ। পঞ্চপাণ্ডব ছোটভাইদের আগামীকাল গুলিস্তান জিরো পয়েন্টে দাওয়াত..
অন্যদিকে এর পূর্বে আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ পরপর দুইটি ফেসবুক পোস্টে উল্লেখিত কলেজগুলোকে উল্লেখ করে তাদের জিরো পয়েন্টে আমন্ত্রণ জানায়।

হাসনাতের প্রথম ফেসবুক পোস্ট- ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের ছোটভাইদের আগামীকাল গুলিস্তান জিরো পয়েন্টে দাওয়াত। আপা দমনের উপলক্ষ তোদের ছাড়া জমবে না।

২য় ফেসবুক পোস্ট-বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ রাইফেলস কলেজ, তোদের কালকের কথা মনে আছে?
আপা দমনে ধূপ ধাপ! ধূপ ধাপ! ধূপ ধাপ।
উল্লেখ্য, আওয়ামী লীগ শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে জিরো পয়েন্টে কমর্সূচির ডাক দেওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাল্টা গণজমায়েত কর্মসূচি দেয়।

নাহিদা

×