ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে উত্তপ্ত ঢাকা, পাল্টাপাল্টি কর্মসূচি

প্রকাশিত: ০৪:০৭, ১০ নভেম্বর ২০২৪; আপডেট: ০৬:৪৮, ১০ নভেম্বর ২০২৪

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে উত্তপ্ত ঢাকা, পাল্টাপাল্টি কর্মসূচি

শহীদ নূর হোসেন।ছবি: সংগৃহীত

১৯৮৭ সালের ১০ নভেম্বর যুবলীগ নেতা নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। তার এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিল।স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে গণজোয়ার সৃষ্টি করেছিলেন শহীদ নূর হোসেন।

দিবসটিকে সামনে রেখে আওয়ামী লীগ গুলিস্তান জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে কমর্সূচির ঘোষণা দিলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই কর্মসূচির সমালোচনা করে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মতবাদ দেখা যায়। এছাড়াও  উক্ত কর্মসূচীকে প্রতিহত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাল্টা কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ ছাত্র-জনতাকে ১০ নভেম্বর জিরো পয়েন্টে আসার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি একাধিক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাহিদা

×