ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

আওয়ামী লীগের কর্মসূচি শিশু শ্রেণির ক্লাস করার দুঃস্বপ্ন-জামায়াত নেতা

প্রকাশিত: ০১:৪৯, ১০ নভেম্বর ২০২৪; আপডেট: ০৩:০০, ১০ নভেম্বর ২০২৪

আওয়ামী লীগের কর্মসূচি শিশু শ্রেণির ক্লাস করার দুঃস্বপ্ন-জামায়াত নেতা

জামায়াতে ইসলামী নেতা শফিকুল ইসলাম মাসুদ

শনিবার (৯ নভেম্বর) রাত ১১ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের তার ফেসবুক পোস্টে লেখেন, ‘১০ নভেম্বরে যে শিশু শ্রেণির ক্লাস করার দুঃস্বপ্ন তারা দেখতে চায়; আমরা সেই ক্লাসের পিইচডি কমপ্লিট করা ছাত্র।’

মূলত আওয়ামী লীগ  রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টে দেশে অপশাসন চলছে অভিযোগ করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিক্ষোভ মিছিল ও জমায়েতের ডাক দিয়েছে।তারই পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য প্রকাশ করেছেন এই জামায়াত নেতা
এছাড়াও আওয়ামী লীগের কর্মসূচির প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও কর্মসূচি ঘোষণা করেছে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত কর্মসূচি পালন করবেন তারা। রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে ছাত্র-জনতাকে জমায়েতের আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহসহ অনেকে।
আওয়ামী লীগের এমন কর্মসূচি ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, চারিদিকে শোনা যাচ্ছে আওয়ামী লীগ নাকি ১০ নভেম্বর দেশে কী করবে? তারা বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। আমাদেরকে এই আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নাহিদা

×