জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি। ছবি: জনকণ্ঠ
বিগত দিনে যাদের ফ্যাসিবাদের সঙ্গে নূন্যতম সম্পর্ক ছিল তাদের জায়গা আর বিএনপিতে হবে না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছেন, কোন জোচ্চর, কোন সংস্কারবাদী, কোন ফ্যাসিবাদীদের আশীর্বাদপুষ্ট সুযোগ-সন্ধানী কোন নেতার আপাতত বিএনপিতে স্থান হবে না।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর-পার্ক চত্ত্বরে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন।
সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করার উদাত্ত আহবান জানিয়ে তিনি আরও বলেন, আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান যে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরে পাবে, ভাতের অধিকার ফিরে পাবে এবং মুক্তভাবে চলাচলের অধিকার ফিরে পাবে।
জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্য এস এম তৌফিকুল ইসলাম ও ডা. বাবর আলী, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. কাজী আবুল খায়ের ও সাধারণ সম্পাদক এ্যাড. সেলিম, সদর উপজেলা বিএনপি সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, কোটালীপাড়া উপজেলা বিএনপি নেতা আবুল বাশার, কাশিয়ানী উপজেলা বিএনপি নেতা সেলিম শেখ, গোপালগঞ্জ পৌর-বিএনপি নেতা হাসিবুর রহমান হাসিব ও জেলা যুবদল সভাপতি রিয়াজউদ্দীন লিপটনসহ অনেকে বক্তব্য দেন।
বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও কৃষকদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে সেখান থেকে এক র্যালি বের হয়। র্যালিটি পৌর-পার্ক এলাকা থেকে বঙ্গবন্ধু সড়ক হয়ে বিসিক-ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়।
এসআর