শপথ গ্রহণ অনুষ্ঠানে জামায়াত নেতা আব্দুল খালেক।ছবি: সংগৃহীত
শুক্রবার (৮ নভেম্বর) সকালে খুলনা অঞ্চলের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক সকলের প্রতি দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের এই দায়িত্বশীল নির্বাচন প্রক্রিয়া খুবই সুষ্ঠু ও সুন্দর। খুব স্বচ্ছভাবে রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচন করা হয়। আমিরদেরকে আমরা সব সময় সাংগঠনিক কাজে সহযোগিতা করব। সবাই মিলে এই অঞ্চলের মানুষের কাছে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করছি।
নগরীর আল ফারুক সোসাইটির মিলনায়তনে খুলনা মহানগরীর নবনির্বাচিত আমির অধ্যাপক মাহফুজুর রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আব্দুল খালেক বলেন,সাড়ে ১৫ বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র গণ-আন্দোলনের মাধ্যমে হাজারো প্রাণের বিনিময়ে স্বৈরশাসনের কবল থেকে দেশ মুক্তি লাভ করেছে। হাজার হাজার লোক আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। এখনো অনেকে চিকিৎসাধীন। চিকিৎসা চলা অবস্থায় অনেকের মৃত্যু হচ্ছে। যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের শাহাদাৎ কবুল করুন। আমি নিহত ও আহতদের পরিবার এবং আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের চিকিৎসার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, দিনের পথে যারা থাকে তারা পরস্পর ভাই-ভাই। এই সম্পর্ক পৃথিবীর সব সম্পর্কের ঊর্ধ্বে। আগামী দুই বছর দায়িত্বশীলদের পূর্বের সকল পরীক্ষার চেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী সংকট, সংঘর্ষ, দেশি-বিদেশি ষড়যন্ত্র এই দায়িত্বশীলদেরই মোকাবিলা করতে হবে। তাই দায়িত্বশীলদের কাজে সহযোগিতা করতে উপস্থিত রুকন সদস্যদের প্রতি আহ্বান জানাচ্ছি।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম এবং খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন।
তাবিব