ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকি গ্রেফতার। ছবি: সংগৃহীত
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকিকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাতে সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আল-আমিন। তিনি জানিয়েছেন, হত্যা, ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গত ১৯ আগস্ট ঝিনাইদহ সদর থানায় হওয়া একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাহজীব আলম সিদ্দিকিকে ৩ নং এজহারভুক্ত আসামী ,একই থানায় গত ২৮ আগস্ট হওয়া আরেকটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ২ নং আসামী।এছাড়া গত ২৭ আগস্ট হওয়া ওই থানায় আরেকটি হত্যা মামলায় তাহজীব আলম ৫ নং আসামী।
২০১৪ সালে ঝিনাইদহ-২ আসন থেকে তাহজীব আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা নূরে আলম সিদ্দিকী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন।
নাহিদা