ছবি সংগৃহীত
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে গেছেন বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা চীনের উদ্দেশে রওনা দেন। রওনা দেওয়ার আগে দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।
চার সদস্যের বিএনপির প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন দলের ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান খান রিপন। অন্যরা হলেন- বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা।
রিপন বলেন, তারেক রহমান আমাকে প্রতিনিধিদলের নেতা নির্বাচন করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চীনা কমিউনিস্ট পার্টি সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের সব প্রতিনিধিদলের হেড অব ডেলিগেশনস হিসেবে আমাকে মনোনীত করে বাংলাদেশকে এবং আমাদের দল বিএনপিকে সম্মানিত করায় চীনা কমিউনিস্ট পার্টিকেও ধন্যবাদ। দোয়া করবেন যেন দেশ ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।