ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ড. ইউনূসের উপদেষ্টা পরিষদ অবৈধ: জয়

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২২:৫১, ৭ নভেম্বর ২০২৪

ড. ইউনূসের উপদেষ্টা পরিষদ অবৈধ: জয়

ড. ইউনূস ও সজীব ওয়াজেদ জয়।

আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ড. ইউনূস এর উপদেষ্টা পরিষদ অবৈধ এবং অসাংবিধানিক।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 

সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ‘তাদের (উপদেষ্টা পরিষদ) দ্বারা জারিকৃত সকল প্রজ্ঞাপন, ঘোষণা বা উদ্যোগ অবৈধ ও ভিত্তিহীন।’

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সব শেষ তথ্য মতে এখনো তিনি ভারতে অবস্থান করছেন। আর সরকার পতনের পর ড. ইউনূসকে প্রধান করে উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই বিভিন্ন সময়ে অন্তর্বর্তী সরকার এবং তাদের কার্যক্রম নিয়ে সমালোচনা করে আসছেন জয়। এমনি কি তার মা এর দেশে ও রাজনীতিতে ফেরা নিয়ে একেক সময় ভিন্ন ধরনের মন্তব্য করছেন। 

এদিকে, সরকার পতনের পর শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের নামে অসংখ্য হত্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগেও জয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

এম হাসান

×